ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর র্যাব ৮ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুর জেলার ভাংগার বগাইল টোল প্লাজার পূর্বে ভাংগা টু মাওয়া হাইওয়ে রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার সাজেদুল করিম ৪৩ ও আশিকুর রহমান ২১। র্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার রাতে ভাঙ্গা-মাওয়া মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৮ (আটাশ) কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার এবং ৪টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ৮৪৫০/- টাকা জব্দ করা হয় ।

























