কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে আড়াই মণ গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টায় তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা এলাকার নুরে আলম (২৫) ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুস্বাদ গ্রামের নুর হোসেন (২৪)। এদের মধ্যে নুর আলম প্রাইভেটকার চালক। গাঁজা পাচারের খবর পেয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তাতে তল্লাশি চালালে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।