ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

  • আপডেট সময় : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সুন্দরবন থেকে উদ্ধার নারী- ছবি সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে নিয়ে বাড়ি গাবুরায় ফেরেন তারা।

উদ্ধার নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায়, এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ বলেন, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় আসামির ছেলে

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে নিয়ে বাড়ি গাবুরায় ফেরেন তারা।

উদ্ধার নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায়, এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ বলেন, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।