ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

গলে প্রথম দিনে ব্যাটে-বলের দারুণ লড়াই

  • আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পিচ রিপোর্টের সময় ফারভিজ মাহরুফ জানান, প্রথম ঘণ্টা থেকেই টার্ন পাবেন স্পিনাররা। সহায়ক উইকেটে নিজেদের মেলে ধরলেন ন্যাথান লায়ন ও ম্যাথু কুনেমান। তাদেরকে সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন দিনেশ চান্দিমাল ও কুসাল মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

১ ছক্কা ও ৬টি চারে ৫৯ রান নিয়ে খেলছেন কুসাল মেন্ডিস। চান্দিমালও ১ ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছেন। ৭৪ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে দুই ইনিংসে ৭২ ও ৩১ রান করেছিলেন তিনি। স্বাগতিকদের চাপে রাখা অভিজ্ঞ অফ স্পিনার লায়ন ৭৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি প্রাপ্তি বাঁহাতি স্পিনার কুনেমানের। স্পিন উইকেটেও চমৎকার বোলিংয়ে ৩৭ রানে ৩ শিকার ধরেন গতিময় পেসার মিচেল স্টার্ক। উইকেটের যে আচরণ, তাতে এই রানই হতে পারে শ্রীলঙ্কার জন্য ভালো স্কোর। তবে কয়েকজনের উইকেট ছুড়ে আসাটাও দলটির জন্য বেশ হতাশার।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন লায়ন। তাকে অনেকটা সরে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন পাথুম নিসাঙ্কা। বল তার লেগ স্টাম্পে ছোবল দেয়। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই দেন দিমুথ কারুনারাত্নে। ব্যাটিংয়ে নামার সময় অভিজ্ঞ এই ওপেনারকে দেওয়া হয় গার্ড অব ওনার। চান্দিমালকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। জমে ওঠে তাদের জুটি। কিন্তু ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসটা বেশি বড় করতে পারেননি কারুনারাত্নে। লায়নের বল পেছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হন ৩ চারে ৩৬ রান করে। ভাঙে ৭০ রানে জুটি। অনেকটা সময় উইকেটে কাটানো অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও টিকতে দেননি লায়ন। অনেক বাইরের বল খেলে কট বিহাইন্ড হন ২৬ বলে ১ রান করা অভিজ্ঞ ম্যাথিউস। খানিক বাদে পরপর দুই ওভারে আরও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। ‘গোল্ডেন আর্ম’ ট্রাভিস হেডের বলে স্লিপে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস। স্টার্কের বলে গালিতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন চান্দিমাল। দারুণ ব্যাটিংয়ে ১০৫ বলে ক্যারিয়ারের ৩২তম ফিফটি স্পর্শ করেন তিনি। কুনেমানের বলে পা বাড়িয়ে খেলে স্টাম্পড হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। স্টাম্পের পেছনে গ্লাভস হাতে দারুণ নৈপুণ্য দেখান অ্যালেক্স কেয়ারি। ২৪ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়া লঙ্কানদের হাল ধরেন কুসাল মেন্ডিস ও দলে ফেরা রামেশ মেন্ডিস। তাদের জুটিতে বাড়তে থাকে রান। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তাদের ৬৫ রানের প্রতিরোধ ভাঙেন স্টার্ক। ১৪৪ কিমি গতির বলে কট বিহাইন্ড হন ২ চারে ২৮ রান করা রামেশ। স্টার্কের পরের বলে স্লিপে ধরা পড়েন প্রাবাথ জায়াসুরিয়া। নিশান পেইরিসকে রানের খাতা খুলতে দেননি কুনেমান। এদিনই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়ার আশায় ছিল সফরকারীরা। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কুসাল মেন্ডিস ও লাহিরু কুমারা। ৯০ বলে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন কুসাল মেন্ডিস। ১২ বল খেলে রানের খাতা খুলতে না পারলেও সতীর্থকে ভালো সঙ্গ দিচ্ছেন কুমারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

গলে প্রথম দিনে ব্যাটে-বলের দারুণ লড়াই

আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: পিচ রিপোর্টের সময় ফারভিজ মাহরুফ জানান, প্রথম ঘণ্টা থেকেই টার্ন পাবেন স্পিনাররা। সহায়ক উইকেটে নিজেদের মেলে ধরলেন ন্যাথান লায়ন ও ম্যাথু কুনেমান। তাদেরকে সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন দিনেশ চান্দিমাল ও কুসাল মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

১ ছক্কা ও ৬টি চারে ৫৯ রান নিয়ে খেলছেন কুসাল মেন্ডিস। চান্দিমালও ১ ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছেন। ৭৪ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে দুই ইনিংসে ৭২ ও ৩১ রান করেছিলেন তিনি। স্বাগতিকদের চাপে রাখা অভিজ্ঞ অফ স্পিনার লায়ন ৭৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি প্রাপ্তি বাঁহাতি স্পিনার কুনেমানের। স্পিন উইকেটেও চমৎকার বোলিংয়ে ৩৭ রানে ৩ শিকার ধরেন গতিময় পেসার মিচেল স্টার্ক। উইকেটের যে আচরণ, তাতে এই রানই হতে পারে শ্রীলঙ্কার জন্য ভালো স্কোর। তবে কয়েকজনের উইকেট ছুড়ে আসাটাও দলটির জন্য বেশ হতাশার।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন লায়ন। তাকে অনেকটা সরে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন পাথুম নিসাঙ্কা। বল তার লেগ স্টাম্পে ছোবল দেয়। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই দেন দিমুথ কারুনারাত্নে। ব্যাটিংয়ে নামার সময় অভিজ্ঞ এই ওপেনারকে দেওয়া হয় গার্ড অব ওনার। চান্দিমালকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। জমে ওঠে তাদের জুটি। কিন্তু ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসটা বেশি বড় করতে পারেননি কারুনারাত্নে। লায়নের বল পেছনের পায়ে খেলতে গিয়ে বোল্ড হন ৩ চারে ৩৬ রান করে। ভাঙে ৭০ রানে জুটি। অনেকটা সময় উইকেটে কাটানো অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও টিকতে দেননি লায়ন। অনেক বাইরের বল খেলে কট বিহাইন্ড হন ২৬ বলে ১ রান করা অভিজ্ঞ ম্যাথিউস। খানিক বাদে পরপর দুই ওভারে আরও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। ‘গোল্ডেন আর্ম’ ট্রাভিস হেডের বলে স্লিপে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস। স্টার্কের বলে গালিতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন চান্দিমাল। দারুণ ব্যাটিংয়ে ১০৫ বলে ক্যারিয়ারের ৩২তম ফিফটি স্পর্শ করেন তিনি। কুনেমানের বলে পা বাড়িয়ে খেলে স্টাম্পড হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। স্টাম্পের পেছনে গ্লাভস হাতে দারুণ নৈপুণ্য দেখান অ্যালেক্স কেয়ারি। ২৪ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়া লঙ্কানদের হাল ধরেন কুসাল মেন্ডিস ও দলে ফেরা রামেশ মেন্ডিস। তাদের জুটিতে বাড়তে থাকে রান। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তাদের ৬৫ রানের প্রতিরোধ ভাঙেন স্টার্ক। ১৪৪ কিমি গতির বলে কট বিহাইন্ড হন ২ চারে ২৮ রান করা রামেশ। স্টার্কের পরের বলে স্লিপে ধরা পড়েন প্রাবাথ জায়াসুরিয়া। নিশান পেইরিসকে রানের খাতা খুলতে দেননি কুনেমান। এদিনই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়ার আশায় ছিল সফরকারীরা। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কুসাল মেন্ডিস ও লাহিরু কুমারা। ৯০ বলে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন কুসাল মেন্ডিস। ১২ বল খেলে রানের খাতা খুলতে না পারলেও সতীর্থকে ভালো সঙ্গ দিচ্ছেন কুমারা।