ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু- ছবি সংগৃহীত

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় বোনের সঙ্গে কলা খাওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত কলার টুকরো শিশুটির গলায় আটকে যায়। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে মোতালেব। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার গলায় কলার টুকরো আটকে গিয়েছিল। এ ধরনের ঘটনায় শিশু মৃত্যুর নজির আছে বলে জানান তিনি।

ওআ/আপ্র/২১/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় বোনের সঙ্গে কলা খাওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত কলার টুকরো শিশুটির গলায় আটকে যায়। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে মোতালেব। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার গলায় কলার টুকরো আটকে গিয়েছিল। এ ধরনের ঘটনায় শিশু মৃত্যুর নজির আছে বলে জানান তিনি।

ওআ/আপ্র/২১/০৯/২০২৫