নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশের গজারিয়ায় গলাকেটে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে ইউনিয়নের নরসিংহরচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মাছ ব্যবসায়ী মনির হোসেন ওই গ্রামের জামাল মিয়ার ছেলে। নিহত মনির হোসেনের বোন শাহিনুর বেগম জানান, ভোরে কে বা কারা তাকে মোবাইলে ডেকে নিয়ে যায়। পরে মনিরের বাবা জামাল ফজরের নামাজ পড়ার জন্য বের হলে ঘরের সামনে হাত-পা বাধা অবস্থায় ছেলের গলাকাটা মরদেহ দেখে চিৎকার শুরু করেন। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।