ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

গরুর পালকে পথ দেখাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ১২:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : অবিরাম ঝরছে তুষার। সাদা তুষারে ছেয়ে গেছে চারপাশ। এর মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে একপাল গরু। মজার বিষয় হলো, সেগুলোর সামনে রয়েছে একটি কুকুর। গরুগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।
চিত্রটি একটি ভিডিওর। গতকাল শুক্রবার ভিডিওটি টুইটারে প্রকাশ করেছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। শিরোনামে তিনি লিখেছেন, ‘যে অন্যদের পথ দেখায়, সে-ই নেতা, হোক সে আকারে বড় বা ছোট।’
ভিডিওটি এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশিবার দেখা হয়েছে। পোস্টের নিচে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘বোকা গরুগুলোকে সহজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।’ আরেকজনের মন্তব্য, ‘আসলেই আকার-আকৃতি কোনো বিষয় নয়।’
আবার অনেককেই অনুপ্রেরণা দিয়েছে কুকুরের ওই কা-। এমনই একজনের মন্তব্য, ‘কুকুরটির কাছ থেকে মানুষের শেখা উচিত।’ অপর একজন বলেছেন, ‘অসাধারণ উদাহরণ। মানুষকে ব্যবহার করার বদলে একজন আসল নেতার এমনই হওয়া উচিত।’
পশুপাখিদের এমন অনেক ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের হাসি-আনন্দের খোরাক হয়। এই কিছুদিন আগেই কুকুরের আরেকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সেটি এতটাই মজার ছিল যে লোকজন লাখ লাখবার দেখেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, পোষা কুকুরকে পাশে রেখে খাবার খাচ্ছেন এক ব্যক্তি। তিনি যখনই খাবার মুখে তুলছিলেন, কুকুরটি সেদিকে একনজরে তাকাচ্ছিল। পরে যখন ওই ব্যক্তি কুকুরটির দিকে ফেরেন, তখন সেটি তার নজর অন্যদিকে নেয়, যেন কিছুই হয়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গরুর পালকে পথ দেখাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১২:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : অবিরাম ঝরছে তুষার। সাদা তুষারে ছেয়ে গেছে চারপাশ। এর মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে একপাল গরু। মজার বিষয় হলো, সেগুলোর সামনে রয়েছে একটি কুকুর। গরুগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।
চিত্রটি একটি ভিডিওর। গতকাল শুক্রবার ভিডিওটি টুইটারে প্রকাশ করেছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। শিরোনামে তিনি লিখেছেন, ‘যে অন্যদের পথ দেখায়, সে-ই নেতা, হোক সে আকারে বড় বা ছোট।’
ভিডিওটি এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশিবার দেখা হয়েছে। পোস্টের নিচে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘বোকা গরুগুলোকে সহজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।’ আরেকজনের মন্তব্য, ‘আসলেই আকার-আকৃতি কোনো বিষয় নয়।’
আবার অনেককেই অনুপ্রেরণা দিয়েছে কুকুরের ওই কা-। এমনই একজনের মন্তব্য, ‘কুকুরটির কাছ থেকে মানুষের শেখা উচিত।’ অপর একজন বলেছেন, ‘অসাধারণ উদাহরণ। মানুষকে ব্যবহার করার বদলে একজন আসল নেতার এমনই হওয়া উচিত।’
পশুপাখিদের এমন অনেক ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের হাসি-আনন্দের খোরাক হয়। এই কিছুদিন আগেই কুকুরের আরেকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সেটি এতটাই মজার ছিল যে লোকজন লাখ লাখবার দেখেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, পোষা কুকুরকে পাশে রেখে খাবার খাচ্ছেন এক ব্যক্তি। তিনি যখনই খাবার মুখে তুলছিলেন, কুকুরটি সেদিকে একনজরে তাকাচ্ছিল। পরে যখন ওই ব্যক্তি কুকুরটির দিকে ফেরেন, তখন সেটি তার নজর অন্যদিকে নেয়, যেন কিছুই হয়নি।