লাইফস্টাইল ডেস্ক : গরম ভাতের সঙ্গে বাহারি ভর্তা খাওয়ার মজাই আলাদা। ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কারও হয়তো আলু ভর্তা বেশি পছন্দের আবার কারও হয়তো বেগুন! তবে একঘেয়েমি ভর্তার স্বাদ বদলাতে এবার মুখে তুলুন কলার মোচা ভর্তা। এর ঘণ্ট কমবেশি সবাই হয়তো খেয়েছেন! তবে কলার মোচার ভর্তাও কিন্তু খুবই সুস্বাদু। চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন কলার মোচার সুস্বাদু ভর্তা। রইলো রেসিপি-
উপকরণ: ১. কলার মোচা ২. লবণ ৩. হলুদ গুঁড়া ৪. শুকনো লাল মরিচ বা কাঁচামরিচ ৫. সরিষার তেল ৬. পেঁয়াজ কুচি ৭. রসুন কুচি ৮. ধনেপাতা কুচি
সব উপকরণ পরিমাণমতো নিতে হবে: পদ্ধতি: মোচার লাল খোসা ফেলে ভেতর থেকে মোচার ফুলগুলো নিয়ে নিতে হবে। ফুলের মাঝে যে শক্ত সুতার মতো থাকে, সেটি ফেলে দিয়ে ফুলগুলো কুচি করে কেটে নিন। ফুলগুলো নেওয়ার পর ভেতরে যে খোসাসহ সাদা অংশটুকু থাকে, সেটুকু কুচি করে কেটে ফুলের সঙ্গে নিয়ে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কেটে নেওয়া ফুলগুলো সেদ্ধ করে নিন। দুবার ফুটে উঠলেই ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে নিতে হবে পানি ঝরে যাওয়ার জন্য। ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। বেটে নেওয়ার সময় সঙ্গে কাঁচা মরিচ/শুকনো লাল মরিচ পরিমাণ মতো দিয়ে বাটতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিয়ে দিয়ে দিন বেটে নেওয়া মোচার ফুল সঙ্গে লবণ। মাঝারি আঁচে নাড়তে হবে অনবরত। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে ভর্তার মতো হয়ে আসবে তখন, তাতে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কলার মোচার ভর্তা।
গরম ভাত আর কলার মোচা ভর্তার মজাদার রেসিপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ