ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

গরমে সাদা রঙের পোশাকে অস্বস্তি কম

  • আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এ সময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।
রোদের এই তীব্রতায় হাঁপিয়ে ওঠছে পুরো দেশ। আর এই সময় সবার মনেই প্রশ্ন আসে পোশাক নিয়ে। অনেকেই চিন্তিত থাকেন গরমে স্টাইলের সঙ্গে কোনো রঙের পোশাকটি আমাদের আরাম দেবে। তাই আমরা এমন পোশাক বেছে নিয়ে থাকি যেটি স্টাইল এবং আরাম দুই-ই দেবে।

অনেকেই গরমে কালো রঙের চেয়ে সাদা রঙের পোশাক বেশি পরেন। বিজ্ঞানীদের মতে, সূর্য থেকে তাপ বিকিরণের কারণে সাদা রঙের পোশাক কম তাপ শোষণ করে। ফলে অস্বস্তি কম হয়। তবে সাদার পাশাপাশি আরো কয়েকটি রঙ রয়েছে- যা আপনাকে গরমে আরামদায়ক ও স্টাইলিশ রাখতে সহায়তা করবে। তা হলো-
আকাশি: দিনের বেলা কোনো দাওয়াত বা অফিসে যাওয়ার জন্য বেছে নিতে পারেন আকাশি রঙের পোশাক। চড়া রোদ এড়িয়ে স্বস্তি দেয় এই রঙ। তা ছাড়া আকাশি রঙ সতেজ দেখায়। পরে আরাম, কাঠাফাটা রোদে চোখেরও শান্তি।
ধূসর: কনকনে ঠাণ্ডা হোক বা গরম, ধূসর সব মৌসুমেই আকর্ষণীয়। ধূসর একেবারেই তাপ শোষণ করে না। সাদা রঙের দুর্দান্ত বিকল্প এই ধূসর। শাড়ি, সালোয়ার কিংবা স্যুট-প্যান্ট, ধূসর সব সময়ই আলাদা একটা লুক তৈরি করে। গরমের সাজেও বাকিদের চেয়ে নিজেকে আলাদা দেখাতে, এটি পরিধান করতে পারেন।
বেজ: সূর্যের তাপ ফিরিয়ে দিয়ে শরীর ঠাণ্ডা রাখার ক্ষমতা রয়েছে এই রঙের। সাদা এবং ধূসরের চেয়েও, বেজ বেশি স্বস্তি দেয় গরমে। এই রঙ দেখতে কিছুটা সাদা ও ধূসরের মিশ্রণের মতো। তা ছাড়া এই মুহূর্তে বেজ যেন ফ্যাশনের আরেক নাম। ফলে বেজ রঙের পোশাকে ট্রেন্ডিও দেখাবে। বেজ রঙের সঙ্গে চাইলে ম্যাচিং করে রঙিন পোশাকও পরতে পারেন। অফিস প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্ট- এই রঙের পোশাক পরতে পারেন অনায়াসে।
প্যাস্টেল: এই রঙের গোত্রে পড়ে- মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, পেল ইয়েলো, বেবি পিংক, মভ এবং আরও বেশ কিছু। গরমে শপিং করার সময় এই রঙগুলো মাথায় রাখুন। এই রঙগুলোর সূর্যের তাপ শোষণের ক্ষমতা নেই বললেই চলে। তবে গরমে নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে, প্যাস্টেল শেডের জুড়ি মেলা ভার। আকর্ষণীয় এবং স্মার্ট লুক পেতে এই মৌসুমে সঙ্গী হোক এমনই কিছু রঙ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গরমে সাদা রঙের পোশাকে অস্বস্তি কম

আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এ সময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।
রোদের এই তীব্রতায় হাঁপিয়ে ওঠছে পুরো দেশ। আর এই সময় সবার মনেই প্রশ্ন আসে পোশাক নিয়ে। অনেকেই চিন্তিত থাকেন গরমে স্টাইলের সঙ্গে কোনো রঙের পোশাকটি আমাদের আরাম দেবে। তাই আমরা এমন পোশাক বেছে নিয়ে থাকি যেটি স্টাইল এবং আরাম দুই-ই দেবে।

অনেকেই গরমে কালো রঙের চেয়ে সাদা রঙের পোশাক বেশি পরেন। বিজ্ঞানীদের মতে, সূর্য থেকে তাপ বিকিরণের কারণে সাদা রঙের পোশাক কম তাপ শোষণ করে। ফলে অস্বস্তি কম হয়। তবে সাদার পাশাপাশি আরো কয়েকটি রঙ রয়েছে- যা আপনাকে গরমে আরামদায়ক ও স্টাইলিশ রাখতে সহায়তা করবে। তা হলো-
আকাশি: দিনের বেলা কোনো দাওয়াত বা অফিসে যাওয়ার জন্য বেছে নিতে পারেন আকাশি রঙের পোশাক। চড়া রোদ এড়িয়ে স্বস্তি দেয় এই রঙ। তা ছাড়া আকাশি রঙ সতেজ দেখায়। পরে আরাম, কাঠাফাটা রোদে চোখেরও শান্তি।
ধূসর: কনকনে ঠাণ্ডা হোক বা গরম, ধূসর সব মৌসুমেই আকর্ষণীয়। ধূসর একেবারেই তাপ শোষণ করে না। সাদা রঙের দুর্দান্ত বিকল্প এই ধূসর। শাড়ি, সালোয়ার কিংবা স্যুট-প্যান্ট, ধূসর সব সময়ই আলাদা একটা লুক তৈরি করে। গরমের সাজেও বাকিদের চেয়ে নিজেকে আলাদা দেখাতে, এটি পরিধান করতে পারেন।
বেজ: সূর্যের তাপ ফিরিয়ে দিয়ে শরীর ঠাণ্ডা রাখার ক্ষমতা রয়েছে এই রঙের। সাদা এবং ধূসরের চেয়েও, বেজ বেশি স্বস্তি দেয় গরমে। এই রঙ দেখতে কিছুটা সাদা ও ধূসরের মিশ্রণের মতো। তা ছাড়া এই মুহূর্তে বেজ যেন ফ্যাশনের আরেক নাম। ফলে বেজ রঙের পোশাকে ট্রেন্ডিও দেখাবে। বেজ রঙের সঙ্গে চাইলে ম্যাচিং করে রঙিন পোশাকও পরতে পারেন। অফিস প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্ট- এই রঙের পোশাক পরতে পারেন অনায়াসে।
প্যাস্টেল: এই রঙের গোত্রে পড়ে- মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, পেল ইয়েলো, বেবি পিংক, মভ এবং আরও বেশ কিছু। গরমে শপিং করার সময় এই রঙগুলো মাথায় রাখুন। এই রঙগুলোর সূর্যের তাপ শোষণের ক্ষমতা নেই বললেই চলে। তবে গরমে নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে, প্যাস্টেল শেডের জুড়ি মেলা ভার। আকর্ষণীয় এবং স্মার্ট লুক পেতে এই মৌসুমে সঙ্গী হোক এমনই কিছু রঙ।