ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

গরমে নিম পানিতে গোসলের উপকারিতা

  • আপডেট সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

স্বাস্থ ও পরিচর্যা ডেস্ক: তীব্র গরমে সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। কী করলে এই গরমে শরীরে আরাম মিলবে, তার পথ খুঁজছেন অনেকেই। এই সময় পানিতে নিম পাতা মিশিয়ে গোসল সারতে পারেন। এতে নানা উপকার পাবেন। যেমন-
ঘামের গন্ধ: গরমে শরীর ঘেমে একাকার হয়ে যায়। চপচপে ঘামে ভেজা শরীর থেকে দুর্গন্ধ সহজে যেতে চায় না। বাইরে বেরোনোর আগে নিম পানিতে গোসল করতে পারেন। এতে ঘামের গন্ধ দূর হবে।
দাগ ছোপ: গরমের দিনে ত্বক রুক্ষ হয়ে যায়। রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়। মেচতাসহ নানা দাগ দেখা দেয়। নিম পাতার যেকোন ধরনের দাগ দূর করতে বেশ কার্যকরী। এছাড়াও ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে নিম পাতা দিয়ে গোসল করতে পারেন। এতে ত্বকের সমস্যা দূর হবে।
অ্যালার্জি: গরমের দিনে অ্যালার্জির সমস্যাও বাড়ে। শরীর চুলকানি থেকে আরাম পেতে নিমের ফোটানো পানিতে গোসল করতে পারেন। নিমে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যেকোনও সংক্রামক ব্যাধি, ত্বকের সমস্যায় উপকারী। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে নিমপাতা ফোটানো পানি ঠান্ডা করে তা গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে গোসল করলে উপকার পাবেন।
খুশকি: খুশকির সমস্যা দূর করতে নিমের তুলনা নেই। খুশকির সমস্যা থাকলে কাঁচা নিমপাতা হাতে চিপেও তার রস মাথায় লাগাতে পারেন। এছাড়াও চুলের গোড়ায় ধুলো ময়লা জমলে তা দূর করতে নিমপাতা উপকারী। সেক্ষেত্রে নিম পাতা মেশানো পানি দিয়ে গোসল করলে উপিকার পাবেন।
নিমপাতা দিয়ে কীভাবে গোসল করবেন
তাজা ও পরিষ্কার নিমপাতা ভালো করে ধুয়ে নিন। এরপর পানিতে দিয়ে হালকা আঁচে নিমপাতা ফুটতে দিন। ৩ তেকে ৪ মিনিট পাতা ফোটান। জলের রঙ একটু হলদেটে হলে ও নিমের গন্ধ বের হলে তা থেকে পাতা ছেঁকে নিন। ঠান্ডা হলে বালতির পানিতে মেশান। এছাড়াও নিমপাতা সামান্য বেটে তার রস গোসলের পানিতে মিশিয়ে তাতে গোটা নিমপাতা দিয়ে দিন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গরমে নিম পানিতে গোসলের উপকারিতা

আপডেট সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

স্বাস্থ ও পরিচর্যা ডেস্ক: তীব্র গরমে সারা শরীর যেন জ্বলে যাচ্ছে। কী করলে এই গরমে শরীরে আরাম মিলবে, তার পথ খুঁজছেন অনেকেই। এই সময় পানিতে নিম পাতা মিশিয়ে গোসল সারতে পারেন। এতে নানা উপকার পাবেন। যেমন-
ঘামের গন্ধ: গরমে শরীর ঘেমে একাকার হয়ে যায়। চপচপে ঘামে ভেজা শরীর থেকে দুর্গন্ধ সহজে যেতে চায় না। বাইরে বেরোনোর আগে নিম পানিতে গোসল করতে পারেন। এতে ঘামের গন্ধ দূর হবে।
দাগ ছোপ: গরমের দিনে ত্বক রুক্ষ হয়ে যায়। রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়। মেচতাসহ নানা দাগ দেখা দেয়। নিম পাতার যেকোন ধরনের দাগ দূর করতে বেশ কার্যকরী। এছাড়াও ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে নিম পাতা দিয়ে গোসল করতে পারেন। এতে ত্বকের সমস্যা দূর হবে।
অ্যালার্জি: গরমের দিনে অ্যালার্জির সমস্যাও বাড়ে। শরীর চুলকানি থেকে আরাম পেতে নিমের ফোটানো পানিতে গোসল করতে পারেন। নিমে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যেকোনও সংক্রামক ব্যাধি, ত্বকের সমস্যায় উপকারী। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে নিমপাতা ফোটানো পানি ঠান্ডা করে তা গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে গোসল করলে উপকার পাবেন।
খুশকি: খুশকির সমস্যা দূর করতে নিমের তুলনা নেই। খুশকির সমস্যা থাকলে কাঁচা নিমপাতা হাতে চিপেও তার রস মাথায় লাগাতে পারেন। এছাড়াও চুলের গোড়ায় ধুলো ময়লা জমলে তা দূর করতে নিমপাতা উপকারী। সেক্ষেত্রে নিম পাতা মেশানো পানি দিয়ে গোসল করলে উপিকার পাবেন।
নিমপাতা দিয়ে কীভাবে গোসল করবেন
তাজা ও পরিষ্কার নিমপাতা ভালো করে ধুয়ে নিন। এরপর পানিতে দিয়ে হালকা আঁচে নিমপাতা ফুটতে দিন। ৩ তেকে ৪ মিনিট পাতা ফোটান। জলের রঙ একটু হলদেটে হলে ও নিমের গন্ধ বের হলে তা থেকে পাতা ছেঁকে নিন। ঠান্ডা হলে বালতির পানিতে মেশান। এছাড়াও নিমপাতা সামান্য বেটে তার রস গোসলের পানিতে মিশিয়ে তাতে গোটা নিমপাতা দিয়ে দিন।