ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া ৫ জেলেকে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার

  • আপডেট সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে ফিরে এসেছেন কুয়াকাটায়। আট দিন পর সুন্দরবনের গহীন এলাকা থেকে জীবিত ফিরে আসায় স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে।

সোমবার (৬ অক্টোবর) রাতে মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস এই পাঁচ জেলে বাড়ি ফিরলে এলাকায় ছড়িয়ে পড়ে খুশির সংবাদ।

জেলে মিলন বিশ্বাস বলেন, ২৮ সেপ্টেম্বর সকালে লাল রঙের ফাইবার বোটে করে আমরা বঙ্গোপসাগরে যাই। হঠাৎ শুরু হওয়া ঝড় আর উত্তাল ঢেউয়ে আমাদের ট্রলার ভেসে চলে যায় সুন্দরবনের দিকে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা পুরোপুরি আটকে পড়ি। আশপাশে কোনো মানুষ নেই, মোবাইলের নেটওয়ার্কও ছিল না।

জেলে রায়হান হাওলাদার বলেন, জীবনের ঝুঁকি মাথায় নিয়ে এক সময় ট্রলারের ইঞ্জিন নিজে হাতে মেরামত করা শুরু করি। পানি, খাবার ও নিরাপত্তাহীনতায় কাটানো প্রতিটি মুহূর্ত ছিল বেঁচে থাকার লড়াই। শেষমেশ নিজেদের প্রচেষ্টায় ফিরে আসি নিরাপদে।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ হওয়া পাঁচ জেলেকে খুঁজতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করেছিলাম। কিন্তু ইতিমধ্যেই স্বস্থির খবর চলে এসেছে,নিখোঁজ হওয়া পাঁচ জেলেকে জীবিত ফিরে এসেছে। মূলত তাদের ট্রলারের ইঞ্জিন ত্রুটির কারণে তারা নিখোঁজ হয়েছিল।

এসি/আপ্র/০৭/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু

গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া ৫ জেলেকে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার

আপডেট সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে ফিরে এসেছেন কুয়াকাটায়। আট দিন পর সুন্দরবনের গহীন এলাকা থেকে জীবিত ফিরে আসায় স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে।

সোমবার (৬ অক্টোবর) রাতে মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস এই পাঁচ জেলে বাড়ি ফিরলে এলাকায় ছড়িয়ে পড়ে খুশির সংবাদ।

জেলে মিলন বিশ্বাস বলেন, ২৮ সেপ্টেম্বর সকালে লাল রঙের ফাইবার বোটে করে আমরা বঙ্গোপসাগরে যাই। হঠাৎ শুরু হওয়া ঝড় আর উত্তাল ঢেউয়ে আমাদের ট্রলার ভেসে চলে যায় সুন্দরবনের দিকে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা পুরোপুরি আটকে পড়ি। আশপাশে কোনো মানুষ নেই, মোবাইলের নেটওয়ার্কও ছিল না।

জেলে রায়হান হাওলাদার বলেন, জীবনের ঝুঁকি মাথায় নিয়ে এক সময় ট্রলারের ইঞ্জিন নিজে হাতে মেরামত করা শুরু করি। পানি, খাবার ও নিরাপত্তাহীনতায় কাটানো প্রতিটি মুহূর্ত ছিল বেঁচে থাকার লড়াই। শেষমেশ নিজেদের প্রচেষ্টায় ফিরে আসি নিরাপদে।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ হওয়া পাঁচ জেলেকে খুঁজতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করেছিলাম। কিন্তু ইতিমধ্যেই স্বস্থির খবর চলে এসেছে,নিখোঁজ হওয়া পাঁচ জেলেকে জীবিত ফিরে এসেছে। মূলত তাদের ট্রলারের ইঞ্জিন ত্রুটির কারণে তারা নিখোঁজ হয়েছিল।

এসি/আপ্র/০৭/১০/২০২৫