নিজস্ব প্রতিবেদক : বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক ও কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গতকাল বিকালে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার কোনোকিছুতেই কূলকিনারা করতে না পেরে দমন-পীড়ন বাড়িয়ে দিয়েছে। গতকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩২৬ জনকে আটক করেছে পুলিশ। এগুলো করে সরকার নিজেই নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।’