ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

গবেষণার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান ইউজিসি’র

  • আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যরিয়ার ডেস্ক: মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের অডিটোরিয়ামে সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী এক কর্মশালায় এ আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখার অধীন প্রকৌশল বিজ্ঞান বিষয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব মূল্যায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকরা আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন।

বিশ্ব র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে। অধ্যাপক মাছুমা হাবিব আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।

নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

অধ্যাপক মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময় মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি। ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য রাখেন। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন। কর্মশালায় প্রকল্প প্রস্তাব মূল্যায়নকারী গবেষকরা ইউজিসিকে দেশে গবেষণার মানোন্নয়ন, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি, গবেষকদের জন্য কমন ল্যাব সুবিধা চালু, প্রকাশনার জন্য অর্থ সহায়তা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টসসহ পুরো অর্থ প্রদান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবি জানানো হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গবেষণার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান ইউজিসি’র

আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যরিয়ার ডেস্ক: মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের অডিটোরিয়ামে সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী এক কর্মশালায় এ আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখার অধীন প্রকৌশল বিজ্ঞান বিষয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রস্তাব মূল্যায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকরা আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন।

বিশ্ব র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে। অধ্যাপক মাছুমা হাবিব আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।

নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সাথে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

অধ্যাপক মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময় মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি। ইউজিসি’র রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য রাখেন। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন। কর্মশালায় প্রকল্প প্রস্তাব মূল্যায়নকারী গবেষকরা ইউজিসিকে দেশে গবেষণার মানোন্নয়ন, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি, গবেষকদের জন্য কমন ল্যাব সুবিধা চালু, প্রকাশনার জন্য অর্থ সহায়তা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টসসহ পুরো অর্থ প্রদান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবি জানানো হয়।