ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

গবেষণার জন্য ইউজিসি’র ২০ কোটি টাকার তহবিল

  • আপডেট সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিশ্ববিদ্যাগুলোর বিশ্ব র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ২০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২২ অর্থবছরে বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপ-শাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য জানিয়েছেন। কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) ডিভিশন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। রিসাপা ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। অধ্যাপক আবু তাহের বলেন, শিক্ষকরা যেসব জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করবেন, সেসব জার্নালের অবশ্যই ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে। ইউজিসি দেশের গবেষণাকর্ম ও গবেষকের তথ্য সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গবেষণার জন্য ইউজিসি’র ২০ কোটি টাকার তহবিল

আপডেট সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিশ্ববিদ্যাগুলোর বিশ্ব র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ২০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২২ অর্থবছরে বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপ-শাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য জানিয়েছেন। কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) ডিভিশন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। রিসাপা ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। অধ্যাপক আবু তাহের বলেন, শিক্ষকরা যেসব জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করবেন, সেসব জার্নালের অবশ্যই ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে। ইউজিসি দেশের গবেষণাকর্ম ও গবেষকের তথ্য সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে।