নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর বাংলাদেশে নিপিড়ন-নির্যাতন ও মানবতাবিরোধী যে কাজগুলো হয়েছে এবং এই কাজ যারা করেছিল তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে পিস এন্ড জাস্টিস এলায়েন্স ও কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অরগানাইজেশন।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান অরগানাইজেশনের ডিরেক্টর মোহাম্মদ মমিনুল হক।
তিনি বলেন, আমরা চাচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ বক্তব্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যে ২৫৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে তা দ্রুত আইডেন্টিফাই করে দেশে ফেরাতে হবে। তাদের সম্পদ ক্র্যাক করে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
মমিনুল হক বলেন, বাংলাদেশের জুলাই-আগস্ট আন্দোলনের যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের দ্রুত পুনর্বাসন সরকারকে করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো নিপীড়ন না হয়, সেই ব্যবস্থা করতে হবে। তবেই হবে জনগণের সরকার। সরকার এবং জনগণের মধ্যে ওপেন সিস্টেম কমিউনিকেশন থাকতে হয়। এই কমিউনিকেশন সিস্টেমটা থাকলে একটি স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা করছি সেটি তৈরি হবে।
তিনি বলেন, প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন পদে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়োজিত আছে তারা সাধারণ মানুষকে কাজ করতে বাধা দিচ্ছে। সেখান থেকে তাদেরকে প্রয়োজনে সরাতে হবে। আমরা চাই দ্রুত বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পাক।