প্রত্যাশা ডেস্ক: সিলেট ও মৌলভীবাজারে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের সূত্র এ তথ্য জানিয়েছে। দুটি ভূমিকম্পই ছিল হালকা মাত্রার।
এ অঞ্চলে প্রায় প্রতি মাসেই এমন ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। তিনি বলেন, এই ভূমিকম্প নিয়ে চিন্তার কিছু নেই।
ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র সূত্র জানিয়েছে, গতকাল দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।
ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজ বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমকে বলেন, সিলেটের এসব অঞ্চলে স্বল্পমাত্রার ভূমিকম্প প্রায় প্রতি মাসে অনুভূত হয়। সিলেট, ভারতের ত্রিপুরা এসব এলাকায় এমনটা হয় মাঝেমধ্যে। তাই এ নিয়ে ভীতির কিছু নেই।
গত ২১ নভেম্বর (শুক্রবার) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হন। আহত হন ৬ শতাধিক মানুষ। ভূমিকম্প নিয়ে দেশের মানুষের মনে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে।
সানা/আপ্র/১১/১২/২০২৫





















