ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

গত তিন নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা : আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়। নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুদকের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ভূমি উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা ও যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সেসব কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেওয়া হয়েছে নোটিশে। নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রদানকারী আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। এতে বলা হয়েছে, আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি যে, পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামমাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করে ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করে দিয়েছে।

তথাকথিত নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচনের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি ঠঙওউ অই ওঘওঞওঙ আরোপক্রমে ঞযব জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২ (চ. ঙ. ঘড়. ১৫৫ ড়ভ ১৯৭২) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং উঙঈঞজওঘঊ ঙঋ ঘঊঈঊঝঝওঞণ অনুসারে ওই নির্বাচনসমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে। নোটিশে আরও বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে “পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত ২০১৪, ২০১৮, ২০২৪ সালের জাতীয় নির্বাচন” অবৈধ ও বেআইনি ঘোষণা করা; ওই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা; ওই সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সব আয়কে অবৈধ ঘোষণা করা; দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়া; নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা সহ সময়োপযোগী আরও যে সব পদক্ষেপ গ্রহণ সমীচিন তা করা। আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ নোটিশ পাঠিয়েছি। নির্বাচনের নামে আমার-আপনার, দেশের সব জনগণের টাকা অপচয় করা হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে নাড়িয়েছে। এছাড়া তিনটি নির্বাচনে আমি একটি ভোটও দিতে পারিনি। যা আমার নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গত তিন নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লা সংবাদদাতা : আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়। নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুদকের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ভূমি উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা ও যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সেসব কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেওয়া হয়েছে নোটিশে। নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রদানকারী আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। এতে বলা হয়েছে, আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি যে, পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামমাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করে ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করে দিয়েছে।

তথাকথিত নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচনের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি ঠঙওউ অই ওঘওঞওঙ আরোপক্রমে ঞযব জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২ (চ. ঙ. ঘড়. ১৫৫ ড়ভ ১৯৭২) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং উঙঈঞজওঘঊ ঙঋ ঘঊঈঊঝঝওঞণ অনুসারে ওই নির্বাচনসমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে। নোটিশে আরও বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে “পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত ২০১৪, ২০১৮, ২০২৪ সালের জাতীয় নির্বাচন” অবৈধ ও বেআইনি ঘোষণা করা; ওই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা; ওই সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সব আয়কে অবৈধ ঘোষণা করা; দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়া; নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা সহ সময়োপযোগী আরও যে সব পদক্ষেপ গ্রহণ সমীচিন তা করা। আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ নোটিশ পাঠিয়েছি। নির্বাচনের নামে আমার-আপনার, দেশের সব জনগণের টাকা অপচয় করা হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে নাড়িয়েছে। এছাড়া তিনটি নির্বাচনে আমি একটি ভোটও দিতে পারিনি। যা আমার নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি।