ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি

  • আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : দুই যুগ পূর্ণ করেছে ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালের ১৪ জুলাই প্রায় ৩২ একরের বিশাল ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। দুই যুগ পূর্তি উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমান লাবণ্য বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনে উচ্চ শিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়টা অর্থবহ ও উপভোগ্য করতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম ও নিয়মিত খেলাধুলার ব্যবস্থা আছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক অতন্ত ভালো ও বন্ধুত্বপূর্ণ। যেকোনও সমস্যা শিক্ষার্থীদের সহযোগিতা করেন শিক্ষকরা।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, ‘প্রত্যাশার বিশাল ঝুলি নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ইতোমধ্যে স্নাতকোত্তরের অর্ধেকের বেশি সময় পার করে প্রত্যাশার অনেক কিছুই পেয়েছি।’ মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী নোশিন নাওয়ার আদনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্তের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে শিক্ষার মান, স্বল্প খরচ ও মনোরম পরিবেশের মাধ্যমে। করোনার মহামারিতে যখন পুরো বিশ্ব থমকে গেছে ঠিক তখনই এখানকার শিক্ষার্থীরা স্যানিটাইজার প্রস্তুত করে জনসাধারণকে বিনামূল্যে বিতরণ করেন। এ ছাড়াও সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্লাইন্ড স্টিক উদ্ভাবন কিংবা নার্স রোবট ‘অ্যাভওয়ার’ তৈরি করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের স্বচ্ছ রাজনীতি ও নেতৃত্ব চর্চার জন্য রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা দেশে শুধু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়েই আছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গণ বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি

আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : দুই যুগ পূর্ণ করেছে ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালের ১৪ জুলাই প্রায় ৩২ একরের বিশাল ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। দুই যুগ পূর্তি উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমান লাবণ্য বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনে উচ্চ শিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়টা অর্থবহ ও উপভোগ্য করতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম ও নিয়মিত খেলাধুলার ব্যবস্থা আছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক অতন্ত ভালো ও বন্ধুত্বপূর্ণ। যেকোনও সমস্যা শিক্ষার্থীদের সহযোগিতা করেন শিক্ষকরা।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, ‘প্রত্যাশার বিশাল ঝুলি নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ইতোমধ্যে স্নাতকোত্তরের অর্ধেকের বেশি সময় পার করে প্রত্যাশার অনেক কিছুই পেয়েছি।’ মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী নোশিন নাওয়ার আদনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্তের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে শিক্ষার মান, স্বল্প খরচ ও মনোরম পরিবেশের মাধ্যমে। করোনার মহামারিতে যখন পুরো বিশ্ব থমকে গেছে ঠিক তখনই এখানকার শিক্ষার্থীরা স্যানিটাইজার প্রস্তুত করে জনসাধারণকে বিনামূল্যে বিতরণ করেন। এ ছাড়াও সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্লাইন্ড স্টিক উদ্ভাবন কিংবা নার্স রোবট ‘অ্যাভওয়ার’ তৈরি করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের স্বচ্ছ রাজনীতি ও নেতৃত্ব চর্চার জন্য রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা দেশে শুধু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়েই আছে।’