ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না: সালাহউদ্দিন আহমদ

  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন হয়ে যাবে না, নির্বাচিত সংসদের প্রয়োজন হবে বলে মস্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি কোনো আইন বা আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ‘নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের আগে সমাবেশে এই আহ্বান জানান। তিনি মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জুলাই সনদের বিষয়ে বিএনপির অঙ্গীকারবদ্ধতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, গৃহীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালনে অঙ্গীকারাবদ্ধ।’

এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, জনগণ সেটা বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি দেওয়ার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা স্বাগত জানিয়েছি।’

সালাহউদ্দিন আরও বলেন, এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্যে দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য দেশে জাতীয় সংসদ গঠিত হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা এ জাতি চায়। জনগণ তার ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে।’

বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সে জন্য কোনো আরোপিত আইন, আদেশ, জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করাতে দিতে বিএনপি চায় না বলে জানান সালাহউদ্দিন।

ওয়া/আপ্র/১৪/১১/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন হয়ে যাবে না, নির্বাচিত সংসদের প্রয়োজন হবে বলে মস্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি কোনো আইন বা আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ‘নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের আগে সমাবেশে এই আহ্বান জানান। তিনি মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জুলাই সনদের বিষয়ে বিএনপির অঙ্গীকারবদ্ধতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, গৃহীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালনে অঙ্গীকারাবদ্ধ।’

এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, জনগণ সেটা বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি দেওয়ার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা স্বাগত জানিয়েছি।’

সালাহউদ্দিন আরও বলেন, এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্যে দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য দেশে জাতীয় সংসদ গঠিত হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা এ জাতি চায়। জনগণ তার ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে।’

বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সে জন্য কোনো আরোপিত আইন, আদেশ, জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করাতে দিতে বিএনপি চায় না বলে জানান সালাহউদ্দিন।

ওয়া/আপ্র/১৪/১১/২০২৫