নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা। চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় পালিয়ে যাওয়া আরো এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গরু চুরি করে লেগুনা গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। ওই সময় ৪জন চোরের ৩জন পালিয়ে যেতে সক্ষম হলেও এক গরু চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়।