ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গণপদযাত্রায় ৩ শতাধিক নেতা-কর্মী আহতের দাবি বিএনপির

  • আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে ৩ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
গতকাল রোববার দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সারাদেশে হামলার চিত্র তুলে ধরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, দেশের প্রায় সব জেলায় হামলার ঘটনা ঘটেছে। সেসব তথ্য তারা সংগ্রহ করছেন। রোববার এই নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুল ধরা হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখবেন। তাইফুল ইসলাম টিপু বলেন, গতকাল (শনিবার) রাত আটটা পর্যন্ত ৫০টির ওপরে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। এদের অনেককেই হাসপাতালে ভর্তি। এছাড়া, দুই শতাধিক গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে হামলা, মালামাল লুট, অগ্নিসংযোগ করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্ষমতায় গেলে ‘ঘূণে ধরা বাংলাদেশকে’ বদলাবে জামায়াত

গণপদযাত্রায় ৩ শতাধিক নেতা-কর্মী আহতের দাবি বিএনপির

আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে ৩ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
গতকাল রোববার দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সারাদেশে হামলার চিত্র তুলে ধরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, দেশের প্রায় সব জেলায় হামলার ঘটনা ঘটেছে। সেসব তথ্য তারা সংগ্রহ করছেন। রোববার এই নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুল ধরা হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখবেন। তাইফুল ইসলাম টিপু বলেন, গতকাল (শনিবার) রাত আটটা পর্যন্ত ৫০টির ওপরে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। এদের অনেককেই হাসপাতালে ভর্তি। এছাড়া, দুই শতাধিক গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে হামলা, মালামাল লুট, অগ্নিসংযোগ করা হয়েছে।