ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গণতান্ত্রিক পথে ফেরার জন্য তিউনিসিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

  • আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার উচিত দ্রুতই গণতান্ত্রিক পথে ফিরে আসা। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা গত শনিবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদকে এ কথা বলেন।
গত ২৫ জুলাই কায়েস সাইয়েদ পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করেন।
করোনাভাইরাস ও অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভের মুখে তিনি এ উদ্যোগ নেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সাইয়েদের সাথে এক ঘন্টার বৈঠককালে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মৌলিক অধিকার ও আইনের শাসনের অঙ্গিকার ভিত্তিক তিউনিসিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, তিউনিসিয়ার গণতান্ত্রিক পথে দ্রুত ফেরার জন্য সেদেশের নেতৃবৃন্দের পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়ে সাক্ষাতে গুরুত্ব দেয়া হয়।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্ট সাইয়েদের সঙ্গে প্রধানমন্ত্রী মেচিচির রাজনৈতিক বিরোধ চলছিল।
করোনা মহামারির আগে থেকেই দেশটির চলমান দুর্নীতি, রাষ্ট্রীয় সেবা হ্রাস, বেকারত্ব বৃদ্ধির ফলে অনেক তিউনিসিয়ান সরকারের রাজনৈতিক পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ ছিল। মহামারির পর সংকট আরো তীব্র রূপ নিলে জনগণ রাস্তায় নেমে আসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গণতান্ত্রিক পথে ফেরার জন্য তিউনিসিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার উচিত দ্রুতই গণতান্ত্রিক পথে ফিরে আসা। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা গত শনিবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদকে এ কথা বলেন।
গত ২৫ জুলাই কায়েস সাইয়েদ পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করেন।
করোনাভাইরাস ও অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভের মুখে তিনি এ উদ্যোগ নেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সাইয়েদের সাথে এক ঘন্টার বৈঠককালে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মৌলিক অধিকার ও আইনের শাসনের অঙ্গিকার ভিত্তিক তিউনিসিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, তিউনিসিয়ার গণতান্ত্রিক পথে দ্রুত ফেরার জন্য সেদেশের নেতৃবৃন্দের পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়ে সাক্ষাতে গুরুত্ব দেয়া হয়।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্ট সাইয়েদের সঙ্গে প্রধানমন্ত্রী মেচিচির রাজনৈতিক বিরোধ চলছিল।
করোনা মহামারির আগে থেকেই দেশটির চলমান দুর্নীতি, রাষ্ট্রীয় সেবা হ্রাস, বেকারত্ব বৃদ্ধির ফলে অনেক তিউনিসিয়ান সরকারের রাজনৈতিক পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ ছিল। মহামারির পর সংকট আরো তীব্র রূপ নিলে জনগণ রাস্তায় নেমে আসে।