ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞা উপজেলায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছালো প্রতিপক্ষরা হামলা করে।

এসময় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি করছি। এসময় তারা মিছিল থেকে আমাদের কটাক্ষ করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগ সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিজয় র‌্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক নিভৃত করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞা উপজেলায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছালো প্রতিপক্ষরা হামলা করে।

এসময় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি করছি। এসময় তারা মিছিল থেকে আমাদের কটাক্ষ করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগ সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিজয় র‌্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক নিভৃত করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এসি/