ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির একত্রিত হওয়ার আলোচনা চলছে : আবু হানিফ

  • আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না। এনসিপির অধিকাংশ নেতা গণঅধিকার পরিষদের সাবেক নেতা এবং তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শিষ্য। ফলে ঐক্য হলে রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বিবেচনায় নুরুলহক নুরের নেতৃত্বেই হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে আবু হানিফ লিখেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে ওঠা দল গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে ২০২১ সালে দলটি গঠিত হয়। দল গঠনের পূর্বে এই তরুণদের নেতৃত্বে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ দেশের মানুষের পক্ষে রাজপথে কথা বলেছে, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে।

তিনি লেখেন, পরবর্তী সময় এই তরুণদের বড় একটি অংশ ২৪ -এর গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে। আবার ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির অনেকের রাজনীতির হাতেখড়ি এই অধিকার পরিষদ।

আবু হানিফ লিখেছেন, বর্তমানে গণঅধিকার পরিষদ নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সারা দেশে অসংখ্য নেতা-কর্মী রয়েছে দলটির। গণঅভ্যুত্থানের এক বছরে দলীয় নেতা-কর্মীদের নামে কোনো চাঁদাবাজি , দখলবাজির অভিযোগ নেই। বরং ক্লিন ইমেজের কারণে তরুণদের প্রতিনিধিত্বকারী দলটি এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময়ী দল। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না।

তিনি লেখেন, এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনা গণঅধিকার পরিষদের কাছাকাছি। তাই দুই দল একত্রিত হওয়ার আলোচনা চলছে। রাজনৈতিক অভিজ্ঞতা ও বাস্তবতার কারণে আমরা মনে করি তরুণদের এ দুই দল একত্রিত হলে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করবে এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতি দ্বার উন্মোচিত হবে। তাই ঐক্যের বিষয়ে আমরা আন্তরিক। তার মানে এই নয় নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দেবো।

এসি/আপ্র/২২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দৈনিক গাঁজা সেবনে হাঁপানির ঝুঁকি বাড়ে ৪৪ শতাংশ

গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির একত্রিত হওয়ার আলোচনা চলছে : আবু হানিফ

আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না। এনসিপির অধিকাংশ নেতা গণঅধিকার পরিষদের সাবেক নেতা এবং তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শিষ্য। ফলে ঐক্য হলে রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বিবেচনায় নুরুলহক নুরের নেতৃত্বেই হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে আবু হানিফ লিখেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে ওঠা দল গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে ২০২১ সালে দলটি গঠিত হয়। দল গঠনের পূর্বে এই তরুণদের নেতৃত্বে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ দেশের মানুষের পক্ষে রাজপথে কথা বলেছে, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে।

তিনি লেখেন, পরবর্তী সময় এই তরুণদের বড় একটি অংশ ২৪ -এর গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে। আবার ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির অনেকের রাজনীতির হাতেখড়ি এই অধিকার পরিষদ।

আবু হানিফ লিখেছেন, বর্তমানে গণঅধিকার পরিষদ নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সারা দেশে অসংখ্য নেতা-কর্মী রয়েছে দলটির। গণঅভ্যুত্থানের এক বছরে দলীয় নেতা-কর্মীদের নামে কোনো চাঁদাবাজি , দখলবাজির অভিযোগ নেই। বরং ক্লিন ইমেজের কারণে তরুণদের প্রতিনিধিত্বকারী দলটি এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময়ী দল। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না।

তিনি লেখেন, এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনা গণঅধিকার পরিষদের কাছাকাছি। তাই দুই দল একত্রিত হওয়ার আলোচনা চলছে। রাজনৈতিক অভিজ্ঞতা ও বাস্তবতার কারণে আমরা মনে করি তরুণদের এ দুই দল একত্রিত হলে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করবে এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতি দ্বার উন্মোচিত হবে। তাই ঐক্যের বিষয়ে আমরা আন্তরিক। তার মানে এই নয় নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দেবো।

এসি/আপ্র/২২/০৯/২০২৫