ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গঠনতন্ত্র সংশোধনসহ ডাকসু নির্বাচন নিয়ে তিন কমিটি

  • আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: চলতি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির মুখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে তিনটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

ক্ষমতার পালাবদলের পাঁচ মাস পর ৩ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতি মাসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। সেদিনই সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলেছেন উপাচার্য নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে।”

তার পর ১৩ জানুয়ারি ইসলামী ছাত্রশিবির চলতি মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলার পাশাপাশি ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের ৯ প্রস্তাবে দেয়। তার এক সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু গঠনতন্ত্র সংস্কারসহ বিভিন্ন বিষয়ে তিনটি কমিটি করার বিষয়টি জানাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে প্রথম সভা করেছে।

বিশ্ববিদ্যালেয় বলেছে, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে আরেক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীর কাছ থেকে সংশোধন প্রস্তাব চাওয়া হয়েছে এবং বেশকিছু প্রস্তাব পাওয়া গেছে। যেসব প্রস্তাব পাওয়া গেছে সেগুলো সমন্বয় করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

গঠনতন্ত্র সংশোধনসহ ডাকসু নির্বাচন নিয়ে তিন কমিটি

আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: চলতি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির মুখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে তিনটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

ক্ষমতার পালাবদলের পাঁচ মাস পর ৩ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতি মাসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। সেদিনই সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলেছেন উপাচার্য নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে।”

তার পর ১৩ জানুয়ারি ইসলামী ছাত্রশিবির চলতি মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলার পাশাপাশি ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের ৯ প্রস্তাবে দেয়। তার এক সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু গঠনতন্ত্র সংস্কারসহ বিভিন্ন বিষয়ে তিনটি কমিটি করার বিষয়টি জানাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে প্রথম সভা করেছে।

বিশ্ববিদ্যালেয় বলেছে, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে আরেক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীর কাছ থেকে সংশোধন প্রস্তাব চাওয়া হয়েছে এবং বেশকিছু প্রস্তাব পাওয়া গেছে। যেসব প্রস্তাব পাওয়া গেছে সেগুলো সমন্বয় করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।