আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনি শহর দখলের জন্য হামলা শুরু করেছে তালেবান যোদ্ধারা। আফগান বাহিনীর সাথে গত মঙ্গলবার তাদের সংঘর্ষ হয়েছে। এই হামলায় তারা বিস্ফোরক ব্যবহার করেছে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গজনিতে মঙ্গলবারের হামলায় কান্দাহার ও কাবুলকে সংযোগকারী হাইওয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যরা আগামী তিন মাসেরও কম সময়ের মধ্যে চলে যেতে চাইছে।
আফগানিস্তানের সিনিয়র কর্মকর্তারা বলছেন, আফগান বাহিনী নিয়ন্ত্রণ হারানো অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পাবার চেষ্টা চালাচ্ছে। গজনি প্রদেশে তালেবানের শক্তিশালী উপস্থিতি আছে। গজনির স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘রাতারাতি বিভিন্ন দিক থেকে তালেবান যেভাবে আক্রমণ করেছে তার তীব্রতা ছিল অনেক বেশি।’ শেখ আজল ও গঞ্জ এলাকায় নিরাপত্তা চেকপয়েন্টে সংঘর্ষের মাত্রা অনেক বেশি ছিল। এ কারণে প্রধান মার্কেটের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
গজনির প্রাদেশিক কাউন্সিল সদস্য আব্দুল জামি বলেছেন, ‘গজনির পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। হারানো অনেক জায়গা আফগান বাহিনী পুনরায় দখলে নিচ্ছে।’
এই এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছিল। টেলিফোন সেবায় বিঘœ ঘটছিল। যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন ছিল।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা বাকি সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। এরপর থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়ে গিয়েছে।
গজনির নিয়ন্ত্রণ নিতে তালেবানের হামলা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ