অপু চৌধুরী
ইহাই খোকার নতুন মিশন
শূন্য যানে চড়ে
খুঁজতে যাবে নতুন গ্রহ
আকাশ গাঙের পরে।
দেখতে যাবে কোথায় আছে
মানুষরূপী প্রাণ
মহাকর্ষ-অভিকর্ষের
অপ্রাকৃতিক টান।
কোথায় আছে প্রাণের মুখ্য
অক্সিজেন ও জল
প্রভাবশালী এলিয়েনের
জ্ঞানের কোলাহল।
জানবে খোকা এই মিশনে
আরো অনেক তথ্য
মিথ্যেরা সব ভুল দিয়ে হয়
বিজ্ঞানে হয় সত্য।
তাই তো খোকা পণ করেছে
এই মিশনে তার
আকাশ গাঙে মানুষ থাকার
বাঁধবে পারাবার।
আজকের প্রত্যাশা/কেএমএএ


























