ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

খেলা হবে, আসুন রাজপথে: আফরোজা আব্বাস

  • আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘খেলা হবে, তবে আসুন রাজপথে খেলি। বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন, প্রশাসনকে ব্যারাকে রেখে খেলতে আসুন।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি হোটেলে সুনামগঞ্জ মহিলা দলের আয়োজনে বন্যার ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মহিলা দলের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ বলে, বিএনপি মাঠে নেই। বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। দলের নেতাকর্মীদের হত্যা করা হয়, মামলা দেওয়া হয়, গুম করা হয়।’ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বিষয়ে আফরোজা আব্বাস বলেন, ‘দেশে তেল, গ্যাসসহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের মানুষকে আজ অনাহারে থাকতে হচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সেই খেলা শেষ হওয়ার দিন চলে এসেছে। আশা করি দ্রুত বিএনপির সুদিন আসবে।’ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খেলা হবে, আসুন রাজপথে: আফরোজা আব্বাস

আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সুনামগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘খেলা হবে, তবে আসুন রাজপথে খেলি। বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন, প্রশাসনকে ব্যারাকে রেখে খেলতে আসুন।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি হোটেলে সুনামগঞ্জ মহিলা দলের আয়োজনে বন্যার ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মহিলা দলের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ বলে, বিএনপি মাঠে নেই। বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। দলের নেতাকর্মীদের হত্যা করা হয়, মামলা দেওয়া হয়, গুম করা হয়।’ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বিষয়ে আফরোজা আব্বাস বলেন, ‘দেশে তেল, গ্যাসসহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের মানুষকে আজ অনাহারে থাকতে হচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সেই খেলা শেষ হওয়ার দিন চলে এসেছে। আশা করি দ্রুত বিএনপির সুদিন আসবে।’ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ অনেকে।