চট্টগ্রাম প্রতিনিধি : ‘খেলার ছলে’ ভবন থেকে খালে লাফ দিয়ে চট্টগ্রামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে খাতুনগঞ্জ এলাকার চাক্তাই খালে নিখোঁজের চার ঘণ্টা পর পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাড়ি বাকলিয়া মহাজের কলোনীতে।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম সংবাদমাধ্যমকে জানান, মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। “কিন্তু তারা পানিতে পড়ে আর উঠেনি। বেলা সাড়ে চারটার দিকে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।” ওসি রহিম বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে, প্রতিদিন নদীতে জোয়ার আসলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। “আজকেও একই কাজ করতে গিয়ে দুজন পানি থেকে আর উঠতে পারেনি।”
খেলার ছলে ভবন থেকে খালে লাফে প্রাণ গেল ২ কিশোরের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ