ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : উত্তরার আসকোনা থেকে পুলিশের পোশাক, জ্যাকেট, ওয়াকি টকি, খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জামসহ এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫)। তিনি পুলিশ পরিচয়ে কয়েকজন সহযোগী নিয়ে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।
গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মুন্না তার বেশ কয়েকজন সহযোগীসহ পুলিশের পোশাক পরে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার নামে এ সংক্রান্ত মামলা রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখান থানাধীন নন্দাপাড়া দক্ষিণপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না বাসা থেকে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।
অভিযানের সময় মুন্নার নিকট থেকে দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ও বাটন মোবাইল ফোন, একটি কালো হাতলের ছুরি, একটি কালো রংয়ের রাবার হাতুড়ি, একটি মোটারসাইকেল, একটি হ্যান্ডকাফ কভার, দুই সেট পুলিশের পোষাক, দুটি কালো হাতা কাটা জ্যাকেট, একটি নীল রংয়ের পুলিশ ক্যাপ, তিনটি পিস্তল কভার, একটি পুলিশ বেল্ট, দুটি চামড়ার মানিব্যাগ, একটি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি পেনড্রাইভ এবং একটি স্মার্ট ওয়াচ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, মুন্না পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

মহানগর প্রতিবেদন : উত্তরার আসকোনা থেকে পুলিশের পোশাক, জ্যাকেট, ওয়াকি টকি, খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জামসহ এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫)। তিনি পুলিশ পরিচয়ে কয়েকজন সহযোগী নিয়ে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।
গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মুন্না তার বেশ কয়েকজন সহযোগীসহ পুলিশের পোশাক পরে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার নামে এ সংক্রান্ত মামলা রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখান থানাধীন নন্দাপাড়া দক্ষিণপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না বাসা থেকে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।
অভিযানের সময় মুন্নার নিকট থেকে দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ও বাটন মোবাইল ফোন, একটি কালো হাতলের ছুরি, একটি কালো রংয়ের রাবার হাতুড়ি, একটি মোটারসাইকেল, একটি হ্যান্ডকাফ কভার, দুই সেট পুলিশের পোষাক, দুটি কালো হাতা কাটা জ্যাকেট, একটি নীল রংয়ের পুলিশ ক্যাপ, তিনটি পিস্তল কভার, একটি পুলিশ বেল্ট, দুটি চামড়ার মানিব্যাগ, একটি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি পেনড্রাইভ এবং একটি স্মার্ট ওয়াচ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, মুন্না পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।