ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

খেরসন রাশিয়ার অংশ হিসেবেই থাকবে: ক্রেমলিন

  • আপডেট সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

বিদেশেরখবর ডেস্ক : খেরসন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলেও অঞ্চলটির অবস্থান বদলাবে না বলে জানিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেন, অঞ্চলটি রাশিয়ার অংশ থাকবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত সেপ্টেম্বরে খেরসনসহ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যোগ করে নেওয়ার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে দেন। তবে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখে খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির নিয়ন্ত্রণও নিয়েছে ইউক্রেনীয় সেনারা। এমন বাস্তবতায় পেসকভ বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের একটি বিষয়। এটি আইনগতভাবে ব্যাখ্যা করা আছে। এর কোনও পরিবর্তন নেই এবং পরিবর্তন হতে পারে না। তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর খেরসনসহ আরও তিনটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণার জন্য অনুতপ্ত নয় রাশিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খেরসন রাশিয়ার অংশ হিসেবেই থাকবে: ক্রেমলিন

আপডেট সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

বিদেশেরখবর ডেস্ক : খেরসন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলেও অঞ্চলটির অবস্থান বদলাবে না বলে জানিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেন, অঞ্চলটি রাশিয়ার অংশ থাকবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত সেপ্টেম্বরে খেরসনসহ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যোগ করে নেওয়ার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে দেন। তবে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখে খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির নিয়ন্ত্রণও নিয়েছে ইউক্রেনীয় সেনারা। এমন বাস্তবতায় পেসকভ বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের একটি বিষয়। এটি আইনগতভাবে ব্যাখ্যা করা আছে। এর কোনও পরিবর্তন নেই এবং পরিবর্তন হতে পারে না। তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর খেরসনসহ আরও তিনটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণার জন্য অনুতপ্ত নয় রাশিয়া।