আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে দখলকৃত দুইটি গ্রাম ছেড়ে গেছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, বেরিসলাভ শহর থেকে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তাদেরও সরিয়ে নিয়েছে মস্কো। ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তার দেশের চারিভনে এবং চকলোভ গ্রাম থেকে রুশ বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন-এর অন্যান্য বসতির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের সেনাবাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। তিনি বলেছেন, এবার সারা দেশজুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় এলাকা, পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এর ফলে প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জেলেনস্কির দাবি, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। রুশ বাহিনীর এমন ব্যাপক হামলা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেও দাবি করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘এখনও আমাদের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। আমি নিশ্চিত মিত্রদের সহযোগিতায় আস্তে আস্তে সেই সক্ষমতাও আমাদের হবে।’