প্রত্যাশা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে চালু হলো বিশ্বের উচ্চতম সেতু ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’। চীনের গুইঝো প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে তিন বছরের নির্মাণকাজ শেষে উদ্বোধন হওয়া এ সেতুটি পার হওয়ার সময় আগের তুলনায় নাটকীয়ভাবে কমে এসেছে। যেখানে আগে খাড়া উপত্যকা ঘুরে যেতে লেগে যেত দুই ঘণ্টা বা ১২০ মিনিট, এখন সময় লাগছে মাত্র দুই মিনিট।
বিপান নদীর ওপর স্থাপিত এ সুউচ্চ সেতুটি পানির ওপর থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে-যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় ৯ গুণ উঁচু। গুইঝো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মূল দুই স্প্যানে দূরত্ব এক হাজার ৪২০ মিটার হওয়ায় এটি পার্বত্য অঞ্চলে নির্মিত দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
দৈর্ঘ্যে প্রায় দুই হাজার ৮৯০ মিটার বিস্তৃত এই অবকাঠামোটি ‘পৃথিবীর ফাটল’ নামে পরিচিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নকে সংযুক্ত করেছে। চীনের দ্রুত সম্প্রসারিত পরিবহন নেটওয়ার্কে এটি যোগ হলো এক নতুন মাইলফলক হিসেবে।
সূত্র: জিনহুয়া
ওআ/আপ্র/২৮/০৯/২০২৫












