ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

খুলনা সিটি মেয়রকে আনা হলো ঢাকার সিএমএইচে

  • আপডেট সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি : উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, ‘এখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি মেয়রের সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। তারপরও যেহেতু ঢাকায় তার অপারেশন করা হয়েছিল, সেহেতু তাকে ফলোআপ করার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই বিকালে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’
ঢাকায় নেওয়ার সময় মেয়রকে এগিয়ে দিতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাস ও নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাবুল রানা বলেন, ‘ঢাকার সিএমএইচ হাসপাতালে ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন মেয়র। তারপর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল মেয়রের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। ’
উল্লেখ্য, শনিবার ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খুলনা সিটি মেয়রকে আনা হলো ঢাকার সিএমএইচে

আপডেট সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

খুলনা প্রতিনিধি : উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, ‘এখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি মেয়রের সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। তারপরও যেহেতু ঢাকায় তার অপারেশন করা হয়েছিল, সেহেতু তাকে ফলোআপ করার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই বিকালে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’
ঢাকায় নেওয়ার সময় মেয়রকে এগিয়ে দিতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাস ও নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাবুল রানা বলেন, ‘ঢাকার সিএমএইচ হাসপাতালে ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন মেয়র। তারপর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল মেয়রের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। ’
উল্লেখ্য, শনিবার ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।