ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

খুলনা ও বরিশালে নৌকা জয়ী

  • আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।
গতকাল সোমবার দুপুরের দিকে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান।
ফয়জুল করিম বলেন, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে এলে ৩০ থেকে ৪০ জন নৌকা–সমর্থক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
হামলার খবর শুনে বরিশাল নগরের প্রবেশদ্বারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া শহরের উপকণ্ঠে কাশিপুর চৌমাথা এলাকায় দলটির আরেক দল নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। নগরের বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায়ও দলটির নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যায়।
দলটির মিডিয়া সেলে কেন্দ্রীয় উপ-সমন্বয়কারী কে এম শরিয়ত বলেন, ‘এই বিক্ষোভ দলীয় নির্দেশে হচ্ছে না। প্রার্থীর ওপর হামলার খবর শুনে নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।’
ইসলামী আন্দোলন
বরিশাল-খুলনার ফল প্রত্যাখ্যান, সিলেট-রাজশাহীর ভোট বর্জনের ঘোষণা: বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালে ভোটগ্রহণ চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এগিয়ে রয়েছেন। অন্যদিকে খুলনায় এগিয়ে রয়েছেন তালুকদার আবদুল খালেক।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খুলনা ও বরিশালে নৌকা জয়ী

আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।
গতকাল সোমবার দুপুরের দিকে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ অবস্থায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান।
ফয়জুল করিম বলেন, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে এলে ৩০ থেকে ৪০ জন নৌকা–সমর্থক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
হামলার খবর শুনে বরিশাল নগরের প্রবেশদ্বারগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া শহরের উপকণ্ঠে কাশিপুর চৌমাথা এলাকায় দলটির আরেক দল নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। নগরের বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায়ও দলটির নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যায়।
দলটির মিডিয়া সেলে কেন্দ্রীয় উপ-সমন্বয়কারী কে এম শরিয়ত বলেন, ‘এই বিক্ষোভ দলীয় নির্দেশে হচ্ছে না। প্রার্থীর ওপর হামলার খবর শুনে নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।’
ইসলামী আন্দোলন
বরিশাল-খুলনার ফল প্রত্যাখ্যান, সিলেট-রাজশাহীর ভোট বর্জনের ঘোষণা: বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালে ভোটগ্রহণ চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এগিয়ে রয়েছেন। অন্যদিকে খুলনায় এগিয়ে রয়েছেন তালুকদার আবদুল খালেক।