ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

খুলনায় একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু

  • আপডেট সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন আরও ২২ জন, যা এখন পর্যন্ত এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা গতকাল শনিবার দুপুরে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে; সুস্থ হয়েছেন ১৯২ জন।
মৃত বাকিদের মধ্যে খুলনা জেলার তিন জন, সাতক্ষীরার চার জন, যশোরের তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, মেহেরপুরে দুইজন ও ঝিনাইদহের একজন রয়েছেন। এর আগে এই বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়। তবে পরদিন আট জনের মৃত্যু হয়। রাশেদা সুলতানা বলেন, শনিবার সকাল পর্যন্ত বিভাগে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭। মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৬ জন। তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১৪৯ জনকে মোট শনাক্ত বেড়ে ১২ হাজার ৫৯৮ জন হয়েছে। মারা গেছেন মোট ২০৬ জন এবং সুস্থ হয়েছেন নয় হাজার ৯৩৪ জন। এদিকে কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খুলনায় মঙ্গলবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউন চলাকালে খুলনা নগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খুলনায় একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু

আপডেট সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

খুলনা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন আরও ২২ জন, যা এখন পর্যন্ত এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা গতকাল শনিবার দুপুরে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে; সুস্থ হয়েছেন ১৯২ জন।
মৃত বাকিদের মধ্যে খুলনা জেলার তিন জন, সাতক্ষীরার চার জন, যশোরের তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, মেহেরপুরে দুইজন ও ঝিনাইদহের একজন রয়েছেন। এর আগে এই বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়। তবে পরদিন আট জনের মৃত্যু হয়। রাশেদা সুলতানা বলেন, শনিবার সকাল পর্যন্ত বিভাগে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭। মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৬ জন। তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১৪৯ জনকে মোট শনাক্ত বেড়ে ১২ হাজার ৫৯৮ জন হয়েছে। মারা গেছেন মোট ২০৬ জন এবং সুস্থ হয়েছেন নয় হাজার ৯৩৪ জন। এদিকে কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খুলনায় মঙ্গলবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউন চলাকালে খুলনা নগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।