নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় খুলনার দিঘলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো. এনামুল হাসান মাসুম ওরফে মাসুম গাজীকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামি গাজী মো. এনামুল হাসান মাসুম ওরফে মাসুম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।