খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার বাগান থেকে বাবু শেখ (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের মিন্টু মোল্লার বাগানে সজনে গাছের ডালে একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাবু শেখের ঝুলন্ত লাশ উদ্ধার করে। বাবু শেখ একই উপজেলার ভাতগাতী গ্রামের শহিদ শেখের পুত্র।
পুলিশ জানিয়েছে, গাছের ডালে তারই পরনের কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।
এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা- তা নিয়ে এলাকাবাসীর সংশয় ও প্রশ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সজনে গাছের ডাল অত্যন্ত নরম। সেখানে কিভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করে? অপর ব্যক্তি জানান, যদি আত্মহত্যাই করবে তবে অন্যের বাগানে গিয়ে কেন? এমন প্রশ্ন অনেকেরই।
পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত শেষে জানা যাবে মূল রহস্য।
সানা/আপ্র/০৮/০১/২০২৬





















