ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

খুলনায় বছরের প্রথম সপ্তাহে গুলিবিদ্ধ দুইজন

  • আপডেট সময় : ১১:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে আহত রানা -ছবি আজকের প্রত্যাশা

এসএম ফরিদ রানা, খুলনা থেকে: খুলনা শহরের খানজাহান আলী থানার বউ বাজার এলাকায় বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে বছরের প্রথম সপ্তাহে খুলনায় ২ ব্যক্তি গুলিবিদ্ধ হলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  বুধবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার হোসেন শেখের পুত্র রানা শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত জব্দ করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শুক্রবার খুলনার রূপসায় ফারুক হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। এই নিয়ে খুলনায় বছরের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ দিনে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলেন। স্থানীয়দের অনেকেই বলছেন, এক সময়ের শান্ত নগরী খুলনা ক্রমেই অশান্ত হয়ে উঠছে।

 

সানা/আপ্র/০৭/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খুলনায় বছরের প্রথম সপ্তাহে গুলিবিদ্ধ দুইজন

আপডেট সময় : ১১:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

এসএম ফরিদ রানা, খুলনা থেকে: খুলনা শহরের খানজাহান আলী থানার বউ বাজার এলাকায় বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে বছরের প্রথম সপ্তাহে খুলনায় ২ ব্যক্তি গুলিবিদ্ধ হলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  বুধবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার হোসেন শেখের পুত্র রানা শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত জব্দ করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শুক্রবার খুলনার রূপসায় ফারুক হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। এই নিয়ে খুলনায় বছরের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ দিনে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলেন। স্থানীয়দের অনেকেই বলছেন, এক সময়ের শান্ত নগরী খুলনা ক্রমেই অশান্ত হয়ে উঠছে।

 

সানা/আপ্র/০৭/০১/২০২৬