এসএম ফরিদ রানা, খুলনা থেকে: খুলনা শহরের খানজাহান আলী থানার বউ বাজার এলাকায় বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে বছরের প্রথম সপ্তাহে খুলনায় ২ ব্যক্তি গুলিবিদ্ধ হলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার হোসেন শেখের পুত্র রানা শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত জব্দ করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি শুক্রবার খুলনার রূপসায় ফারুক হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। এই নিয়ে খুলনায় বছরের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ দিনে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলেন। স্থানীয়দের অনেকেই বলছেন, এক সময়ের শান্ত নগরী খুলনা ক্রমেই অশান্ত হয়ে উঠছে।
সানা/আপ্র/০৭/০১/২০২৬
























