ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির ২ গ্রুপের হাতাহাতি

  • আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি : খুলনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকার সোমবার দুপুর দেড়টার দিকে নগরের ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের এ হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরিহিত অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চে গান ও কবিতা পরিবেশন হচ্ছিল। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন। দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন। একইসঙ্গে তারা লাল ও সবুজ ক্যাপ পরা নিজেদের অনুসারীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসেন। এ সময় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি মঞ্চে ওঠার আগেই এসব ঘটনা ঘটে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির ২ গ্রুপের হাতাহাতি

আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

খুলনা প্রতিনিধি : খুলনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকার সোমবার দুপুর দেড়টার দিকে নগরের ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের এ হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরিহিত অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চে গান ও কবিতা পরিবেশন হচ্ছিল। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন। দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন। একইসঙ্গে তারা লাল ও সবুজ ক্যাপ পরা নিজেদের অনুসারীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসেন। এ সময় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি মঞ্চে ওঠার আগেই এসব ঘটনা ঘটে।