ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খুলনায় গাছের ডালে যুবতীর ঝুলন্ত লাশ

  • আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

এসএম ফরিদ রানা, খুলনা থেকে: খুলনায় এবার গাছের ডাল থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি খুলনার নদীতে, ঘরে, বাগানে লাশ পাওয়ার খবর জানা গেলেও গাছের ডালে এই প্রথম।

ঘটনাটি ঘটেছে নগরীর বানিয়াখামার কাস্টম গলি এলাকায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে গাছের ডালে ঝুলে থাকা ৪০ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতদেহটি খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে মরিয়মের।

স্থানীয়রা দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির একটি গাছের ডালে একজন নারীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের মা পারুল বেগম বলেন, মরিয়মের একটি কন্যা সন্তান রয়েছে। সে বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মরিয়ম আর ফিরে আসেনি। রাতে বিভিন্নস্থানে খোঁজ করেও সন্ধান পায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে তার মরার সংবাদ জানতে পারলাম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এদিকে গাছের ডালে যুবতীর ঝুলন্ত লাশ সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। নাগরিকনেতা দেলোয়ার হোসেন বলেন, একের পর সন্ত্রাসীদের গুলিতে হত্যাকাণ্ড শান্ত খুলনাকে অশান্ত করে চলেছে। এর মধ্যে গাছের ডালে যুবতীর লাশ। ভয়ানক এক পরিস্থিতি অতিবাহিত করছি খুলনাবাসী।

নগরীর খেয়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক নদী, বাগান ও বাসা থেকে লাশ উদ্ধার হলেও গাছের ডালে যুবতীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া খুবই বেদনাদায়ক। আমরা এমন সব মৃত্যু বন্ধ চাই। শান্তিতে শহরে বসবাস করতে চাই।

সানা/ওআ/আপ্র/১৫/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খুলনায় গাছের ডালে যুবতীর ঝুলন্ত লাশ

আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

এসএম ফরিদ রানা, খুলনা থেকে: খুলনায় এবার গাছের ডাল থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি খুলনার নদীতে, ঘরে, বাগানে লাশ পাওয়ার খবর জানা গেলেও গাছের ডালে এই প্রথম।

ঘটনাটি ঘটেছে নগরীর বানিয়াখামার কাস্টম গলি এলাকায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে গাছের ডালে ঝুলে থাকা ৪০ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতদেহটি খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে মরিয়মের।

স্থানীয়রা দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির একটি গাছের ডালে একজন নারীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের মা পারুল বেগম বলেন, মরিয়মের একটি কন্যা সন্তান রয়েছে। সে বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মরিয়ম আর ফিরে আসেনি। রাতে বিভিন্নস্থানে খোঁজ করেও সন্ধান পায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে তার মরার সংবাদ জানতে পারলাম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এদিকে গাছের ডালে যুবতীর ঝুলন্ত লাশ সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। নাগরিকনেতা দেলোয়ার হোসেন বলেন, একের পর সন্ত্রাসীদের গুলিতে হত্যাকাণ্ড শান্ত খুলনাকে অশান্ত করে চলেছে। এর মধ্যে গাছের ডালে যুবতীর লাশ। ভয়ানক এক পরিস্থিতি অতিবাহিত করছি খুলনাবাসী।

নগরীর খেয়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক নদী, বাগান ও বাসা থেকে লাশ উদ্ধার হলেও গাছের ডালে যুবতীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া খুবই বেদনাদায়ক। আমরা এমন সব মৃত্যু বন্ধ চাই। শান্তিতে শহরে বসবাস করতে চাই।

সানা/ওআ/আপ্র/১৫/০১/২০২৬