খুলনা প্রতিনিধি: খুলনায় আবারো খুন। জেলার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলপিজি স্টেশনের সামনে এই ঘটনা ঘটেছে।
নিহত সাগর পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তিনি রূপসা টোল প্লাজার গ্রিন বাংলা এলাকায় বসবাস করতেন। সাগর শেখ জাবুসার ফায়েক শেখের ছেলে।
সন্ত্রাসীরা সাগরের মাথায় গুলি করে। পরে বাড়ির লোকজন এসে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর সাগর শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটেছে জাবুসা এলপিজি স্টেশনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে, এ রিপোর্ট লেখার সময় তা জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে তদন্ত চলছে।
সানা/ওআ/আপ্র/১৫/১২/২০২৫


























