ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের

  • আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু উদ্বাস্তু এবং বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন মানুষের পুনর্বাসনে কক্সবাজারের খুরুশকুলে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গতকাল শনিবার প্রকল্প এলাকায় তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনী প্রধান বলেন, “খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।”
২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাও থাকছে। এদিন ইনানী ও মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ঘুরে দেখেন সেনাপ্রধান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানসহ ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সরকারের কোলে একদল, কাঁধে আর একদল: মির্জা আব্বাস

খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের

আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু উদ্বাস্তু এবং বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন মানুষের পুনর্বাসনে কক্সবাজারের খুরুশকুলে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গতকাল শনিবার প্রকল্প এলাকায় তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনী প্রধান বলেন, “খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।”
২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাও থাকছে। এদিন ইনানী ও মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ঘুরে দেখেন সেনাপ্রধান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানসহ ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান উপস্থিত ছিলেন।