ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

‘খুফিয়া’য় বাঁধনের এক ঝলক

  • আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আজমেরী হক বাঁধন যে ভারতীয় নির্মাতার এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, সেই ঘোষণা এসেছিল গত অক্টোবরে; তার দশমাস পর দেখা গেল ‘খুফিয়া’র টিজার। বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ ‘খুফিয়া’ নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য। সোমবার ৪৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে। সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রকে দেখানো হয়েছে টিজারে। দেখা গেছে, গা হিম করে দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ধীরপায়ে আগুনের দিকে হেঁটে আসছেন বাঁধন। ইউটিউব ভিডিওর ক্যাপশনে লেখা, ‘একটি নতুন রহস্য তৈরি হয়েছে। আপাতত এটুকই আপনাকে বলতে পারি।’
সংলাপহীন টিজারটি প্রকাশের পর বাঁধনের গ্ল্যামারলুক প্রশংসা পাচ্ছে। সিনেমায় মূল চরিত্রে আছেন টাবু, আরও আছেন, আলী ফজলসহ অন্যরা। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, খুফিয়া নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে, যেখানে গল্পের প্রয়োজনে বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। খুফিয়া দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলা নির্মাতা বিশাল ভরদ্বাজ জানান সিনেমাটি নিয়ে তিনি রোমাঞ্চিত। বেশিরভাগ শুটিং করা হয়েছে দিল্লিতে, বাকিটা যুক্তরাষ্ট্রে। তারিখ না জানালেও নেটফ্লিক্সে বলেছে, শিগগিরই মুক্তি পাবে খুফিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেড আই খান পান্না

‘খুফিয়া’য় বাঁধনের এক ঝলক

আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আজমেরী হক বাঁধন যে ভারতীয় নির্মাতার এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, সেই ঘোষণা এসেছিল গত অক্টোবরে; তার দশমাস পর দেখা গেল ‘খুফিয়া’র টিজার। বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ ‘খুফিয়া’ নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য। সোমবার ৪৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে। সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রকে দেখানো হয়েছে টিজারে। দেখা গেছে, গা হিম করে দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ধীরপায়ে আগুনের দিকে হেঁটে আসছেন বাঁধন। ইউটিউব ভিডিওর ক্যাপশনে লেখা, ‘একটি নতুন রহস্য তৈরি হয়েছে। আপাতত এটুকই আপনাকে বলতে পারি।’
সংলাপহীন টিজারটি প্রকাশের পর বাঁধনের গ্ল্যামারলুক প্রশংসা পাচ্ছে। সিনেমায় মূল চরিত্রে আছেন টাবু, আরও আছেন, আলী ফজলসহ অন্যরা। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, খুফিয়া নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে, যেখানে গল্পের প্রয়োজনে বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। খুফিয়া দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলা নির্মাতা বিশাল ভরদ্বাজ জানান সিনেমাটি নিয়ে তিনি রোমাঞ্চিত। বেশিরভাগ শুটিং করা হয়েছে দিল্লিতে, বাকিটা যুক্তরাষ্ট্রে। তারিখ না জানালেও নেটফ্লিক্সে বলেছে, শিগগিরই মুক্তি পাবে খুফিয়া।