ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

খুনের জেরে আগুন, হামলায় ৪ ফায়ার সার্ভিস কর্মী আহত

  • আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই পৌর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে স্থানীয়দের রোষানলে পরে। এসময় উত্তেজিতে লোকজনের হামলা চালালে চার ফায়ার সার্ভিস কর্মী আহত হন। নিহত জহিরুল ইসলাম মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গৌরীপুর থানার পরিদর্শক খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল হালিম জানান, সন্ধ্যার দিকে পাট বাজারের স্বর্ণ ক্রয়- বিক্রয় নিয়ে জুয়েলার্সের মালিক মিঠুর সঙ্গে কথা কাটাকাটি হয় সেন্টু নামের এক ব্যক্তির। এক পর্যায়ে সেন্টুর বড় ভাই ডেবিট রকি সেখানে আসলে দুই পক্ষের ঝগড়া তীব্র আকার ধারণ করে। এসময় ডেবিট রকির ছুরিকাঘাতে মিঠু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় উত্তেজিত লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালান। এতে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আব্দুল হালিম আরও বলেন, হামলাকারীরা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খুনের জেরে আগুন, হামলায় ৪ ফায়ার সার্ভিস কর্মী আহত

আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই পৌর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে স্থানীয়দের রোষানলে পরে। এসময় উত্তেজিতে লোকজনের হামলা চালালে চার ফায়ার সার্ভিস কর্মী আহত হন। নিহত জহিরুল ইসলাম মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গৌরীপুর থানার পরিদর্শক খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল হালিম জানান, সন্ধ্যার দিকে পাট বাজারের স্বর্ণ ক্রয়- বিক্রয় নিয়ে জুয়েলার্সের মালিক মিঠুর সঙ্গে কথা কাটাকাটি হয় সেন্টু নামের এক ব্যক্তির। এক পর্যায়ে সেন্টুর বড় ভাই ডেবিট রকি সেখানে আসলে দুই পক্ষের ঝগড়া তীব্র আকার ধারণ করে। এসময় ডেবিট রকির ছুরিকাঘাতে মিঠু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় উত্তেজিত লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালান। এতে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আব্দুল হালিম আরও বলেন, হামলাকারীরা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।