ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

  • আপডেট সময় : ০১:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটর বাইক আরোহী তিন যুবক। গতকাল শনিবার ভোররাতে নিহত এই তিনজন পরস্পরের বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে। খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেদী হাসান (৩৫), জজ মিয়া (২৮) ও আল-আমিন (৩৫)। তারা এক মোটর সাইকেলে ছিলেন। ওসি বলেন, “আমরা জেনেছি, তাদের মোটর সাইকেলটিকে একটি ট্রাক বা লরি ধাক্কা দেয়, ফলে তারা ছিটকে পড়ে।” রাতে ওই তিন যুবক বেশ কিছুক্ষণ ফ্লাইওভারেই পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে বলেন, তিন যুবকই মারা গেছেন। মেহেদী, জজ ও আল আমিনের বাসা মুগদার উত্তরপাড়া এলাকায়। তাদের মধ্যে দুজন চাকরিজীবী, একজন ব্যবসা করেন। তারা একটি দাওয়াত থেকে বাসায় ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

আপডেট সময় : ০১:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটর বাইক আরোহী তিন যুবক। গতকাল শনিবার ভোররাতে নিহত এই তিনজন পরস্পরের বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে। খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেদী হাসান (৩৫), জজ মিয়া (২৮) ও আল-আমিন (৩৫)। তারা এক মোটর সাইকেলে ছিলেন। ওসি বলেন, “আমরা জেনেছি, তাদের মোটর সাইকেলটিকে একটি ট্রাক বা লরি ধাক্কা দেয়, ফলে তারা ছিটকে পড়ে।” রাতে ওই তিন যুবক বেশ কিছুক্ষণ ফ্লাইওভারেই পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে বলেন, তিন যুবকই মারা গেছেন। মেহেদী, জজ ও আল আমিনের বাসা মুগদার উত্তরপাড়া এলাকায়। তাদের মধ্যে দুজন চাকরিজীবী, একজন ব্যবসা করেন। তারা একটি দাওয়াত থেকে বাসায় ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।