পাবনা সংবাদদাতা: ফাঁদ পেতে শিয়াল ধরে সেই শিয়ালকে জবাইয়ের পর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন আশরাফুল ইসলাম নামে এক কসাই। তিনি খাসির মাংস হিসেবে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা করেন। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে।
বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় মাদকাসক্ত কসাই আশরাফুল। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধারের পর মাটিতে পুঁতে ফেলা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে হরিপুর বাজারে মাংস বিক্রি করতে গিয়ে ধরা খান আশরাফুল ইসলাম। তিনি হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখে আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর নিজেই জবাই করে হরিপুর বাজারে খাসির মাংস বলে বিক্রি করতে যান আশরাফুল; কিন্তু মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করার একপর্যায়ে আশারফুল স্বীকার করে খাসি নয় শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিলেন তিনি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাংস উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়। এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত কসাই আশরাফুল।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে; কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিলেন আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের এমন সত্যতা পেয়েছি। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হবে বলে জানান তিনি।
ওআ/আপ্র/১৫/০১/২০২৬



















