নিজস্ব প্রতিবেদক : বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে মাংসের বাজারে খাসির মাংস যেন সীমা ছাড়িয়ে গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, বাজার যথাযথভাবে মনিটরিং হচ্ছে না। ব্যবসায়ীরা ভোক্তার ওপর জুলুম চালিয়ে যাচ্ছে। গতকাল রবিবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত ১০ দিন আগে খাসি প্রতিকেজি ৯০০ টাকায় বিক্রি হয়েছে। তবে ১০ দিন পর এক লাফে ১০০ টাকা বেড়ে এক হাজার টাকা প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে। ফলে খাসির মাংসের ক্রেতা কমেছে বলে জানিয়েছে বিক্রেতারা।
পান্থপথ এলাকার ক্রেতা বায়েজিদ আহমেদ বলেন, ৯০০ টাকা কেজি খাসি কিনতে গেলেও মনে হয় বেশি দামে কিনছি। কিন্তু এক কেজি খাসির মাংস এক হাজার টাকা দিয়ে কজন কিনতে পারবে? আসলে ব্যবসায়ীরা যা মন চায় তাই করছে ক্রেতাদের সঙ্গে। সরকারের পক্ষ থেকে কড়া নজর দেওয়া উচিত প্রতিটি বাজারে।
পান্থপথ এলাকার মাংস বিক্রেতা মো. আলমগীর হোসেন বলেন, কী করবো আমরা ব্যবসায়ীরা? যে খাসি এক মাস আগে ১২ হাজার টাকায় কিনছি সেটি ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকায় কিনতে হচ্ছে। আবার যানবাহন ভাড়া তো বেশি লাগছে। ফলে আমাদের কিছু করার থাকে না। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়ে।
খাসির মাংস এক লাফে ১ হাজার!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ