প্রত্যাশা ডেস্ক : বর পক্ষের লোকদের খাবারে খাশির মাংস না দেওয়ায় বিয়ের আসর ছেড়ে চলে যান এক পাত্র। শুধু তাই নয়, রেগে একদিনের মধ্যেই অন্য মেয়েকে বিয়ে করেন তিনি। সম্প্রতি ভারতের ওড়িশায় এমন ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিয়ের অনুষ্ঠানে অনেক রকমের ঘটনায় শোনা যায়। তাই বলে খাসির মাংস না দেওয়ায় বিয়ে ভেঙে দেবেন বর? এমন কা- ঘটিয়েছে ভারতের ওড়িশার রমাকান্ত পাত্র নামের এক যুবক। ২৭ বছরের এই যুবক বরযাত্রীদের পাতে খাসির মাংস দেখতে না পেয়ে ক্ষেপে যান। এ নিয়ে বিয়ের বাড়িতেই ঝামেলা শুরু করে দেন তিনি। এক পর্যায়ে রাগে অনুষ্ঠান শুরুর আগেই বিয়ে ভেঙে দেন বর। জানা যায়, খেতে বসে বরযাত্রীতে আসা লোকজন খাসির মাংস খাবারের বায়না ধরেন। প্রস্তুত ছিলেন না কনের বাড়ির লোকজন। ফলে বর যাত্রীদের চাওয়া অনুযায়ী দিতে পারেনি মাংস। আর এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী। মজার বিষয় হচ্ছে, অই দিনেই অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেন রমাকান্ত। এরপর কনেসহ নিজের বাড়িতে ফেরেন তিনি।
খাসির মাংসের জন্য ভেঙে গেলো বিয়ে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ