নিজস্ব প্রতিবেদক: সবকিছু ঠিক থাকলে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে রওনা তিনি হতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন ১৪ জন ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত সঙ্গী। তাদের মধ্যে রয়েছেন সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
চিকিৎসক দলের বাইরে সঙ্গে থাকছেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, এসএসএফ-এর হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদের রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এই দলটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক সেবায় দায়িত্ব পালন করবে।
এসি/আপ্র/০৪/১২/২০২৫





















